• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে- ছাতকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যনারে মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২১
শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে- ছাতকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যনারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ছাতকে সিলেট পাল্প এন্ড পেপার মিলস্ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের ব্যনারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট পাল্প এন্ড পেপার মিলস উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ মানববন্ধন পালন করা হয়৷

জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) জুম্মার নামাজের পর স্থানীয় অভিভাবক কর্তৃক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিনকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে শনিবার (১৩ নভেম্বর) ক্লাস বর্জন করেন শিক্ষকরা। সহকারী প্রধান শিক্ষক শরিফ উদ্দিন স্থানীয় অভিভাবক কর্তৃক লাঞ্ছিত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটার পর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে মৌখিকভাবে অবহিত করা হয়েছিল। রোববার শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে তিনি ক্লাসে ফিরতে অনুরোধ জানিয়েছেন। ইউএনও এবং স্থানীয় মুরব্বিদের আশ্বাস পেয়েই তারা ক্লাসে ফিরেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় জানান, শিক্ষক শরিফ উদ্দিন লাঞ্ছিতের ঘটনা মৌখিকভাবে জানিয়েছিলেন। রোববার তাঁর কাছে শিক্ষকরা আসার কথা ছিল কিন্তু আসেন নি। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যনারে অনুষ্ঠিত মানববন্ধনের বিষয়ে তাঁর জানা নেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, ক্লাস নেয়ার জন্য শিক্ষকদের বলা হয়েছে।