• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২১
বাস ভাড়া বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

বিবিএননিউজ ঢাকাঃ  বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। বিকালে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এর আগে ভাড়া নির্ধারণে সকাল থেকে টাকা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা দেয়া হয়। প্রস্তাব অনুযায়ি দুরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ১ টাকা ৮০পয়সা এবং ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ২ টাকা ১৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়ার বিষয়ে সোমবার প্রজ্ঞাপণ জারি হবে। এদিন থেকে নতুন ভাড়া কার্যকর হবে।