• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

ব্রিটেনে বরিস জনসনের মতো দেখতে চোর আটক!

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
ব্রিটেনে বরিস জনসনের মতো দেখতে চোর আটক!

বিবিএন ডেস্ক:  ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো দেখতে এক সিরিয়াল চোরের ট্রাউজারের নিচে লুকিয়ে রাখা নগদ ১২৮০ পাউন্ড সহ তাকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। ওই সিরিয়াল চোরের নাম জেসন ওয়াটসন, তার নামে ২১০ টি মামলা চলমান রয়েছে।

জানা গেছে, ওই চোর ও তার এক সহযোগী গত ২৮ সেপ্টেম্বর একটি ক্যাফে থেকে চাবি, ব্যাংকের এটিএম কার্ড এবং এক মহিলার কানের দুল চুরি করে নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে এই চোরকে গ্রেফতার করে পুলিশ।

মামলার প্রসিকিউটর জ্যামিন লি বলেন, হুলের প্রসপেক্ট স্ট্রিটের পানিনি ক্যাফেতে ওই চোর তার সহযোগী সহ চুরি করতে ঢোকে। এসময় তাদের পাশের টেবিলে বসে থাকা এক মহিলার হ্যান্ডব্যাগ থেকে নগদ ১২৮০ পাউন্ড চুরি করে। এ সময় এক ওয়েটার বিষয়টি দেখে ফেলে।

এরপর এই দুই চোরকে চ্যালেঞ্জ করতে চাইলে পালিয়ে বের হতে চেষ্টা করে। তবে ক্যাফের সকলে মিলে তাদেরকে আটক করতে সক্ষম হয়। ওই মহিলার হ্যান্ডব্যাগ থেকে চাবি, দুলসহ প্রায় ২২৮০ পাউন্ড মূল্যের দ্রব্য চুরি করে এই চোর। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলে পাঠায়।

এর আগে ওয়াটসন নামের এই সিরিয়াল চোরের বিরুদ্ধে ২১০ টি অপরাধের সাজা দেওয়া হয়। এসব অপরাধে গত বছরের জানুয়ারিতে তাকে ৪ বছরের জেল দেওয়া হলেও এ বছরের সেপ্টেম্বরে সে জেল থেকে ছাড়া পায়।

এছাড়া তার সাথে ধরা পরা আরেক চোর আউটির বিরুদ্ধে ৯৬ টি অপরাধে অভিযুক্ত হয়েছে। চুরির অপরাধে ২০১৯ সালের অক্টোবরে তিন বছর চার মাসের জেল দেয় আদালত। ধরা পরা এই দুই চোর মিলে ব্রিটেন জুড়ে ৪৪ টি চুরি করেছে।

ওয়াটসন কারাগারে থাকার সময় তাকে সঠিক পথে ফিরে আনা নিয়ে কাজ করা কর্মকর্তা জুলিয়া ব্যাগস বলেন, কারাগারে থাকার সময় সে নিজেকে মাদক থেকে দূরে রেখেছিল। তবে ওয়াটসন জীবনের বেশিরভাগ সময় মাদকের ওপর নির্ভরশীল ছিলেন।(রানার মিডিয়া)