• ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা শাবান, ১৪৪৬ হিজরি

মালয়শিয়া ফিরে গেলেন আজহারী,ইংল্যান্ডে আসা অনিশ্চিত! 

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১
মালয়শিয়া ফিরে গেলেন আজহারী,ইংল্যান্ডে আসা অনিশ্চিত! 

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে আসতে গিয়ে ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়া মাওলানা মিজানুর রহমান আজহারী কাতার থেকে মালয়শিয়া ফিরে গেছেন। কাতারের ট্রানজিট ভিসা শেষ হওয়ার পরই তিনি মালয়শিয়া ফিরে যান।

জানা গেছে কাতারে ৯৬ ঘন্টার ট্রানজিট ভিসা নিতে বাধ্য হয়েছিলেন যুক্তরাজ্যের ভিসা বাতিল হওয়ার কারনে। এদিকে মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসার জন্য আপিল শুনানীর বিষয়ে এখানো কোন সুরাহা হয়নি।

মাওলানা আজহারীকে যুক্তরাজ্যে যে টিভির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়েছিলো সেই টিভির সিইও আতাউল্লাহ ফারুক বলেন, মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা সংক্রান্ত বিষয়টি আদালতে আটকে আছে।
তিনি সবাইকে অনুরোধ করেন বিষয়টি নিয়ে ধৈর্য্য ধরার জন্য । টিকেট নিয়ে কোন ধরনের তথ্য জানতে হলে অনুষ্ঠানের পার্টনার প্রতিষ্টানে ইমেইল অথবা টিকেট হটলাইন নাম্বারে ফোন করার জন্য বলেন। একই সাথে স্থগিত অনুষ্ঠানের নতুন তারিখ মাওলানা মিজানুর রহমান আজহারীর ভিসা সমস্যা দূর হওয়া মাত্রই সবাইকে জানানো হবে।

আইওন টিভির পক্ষ থেকে ৩১ অক্টোবর লণ্ডনে ও এর বাইরে বিভিন্ন তারিখে আরো ৫টি শহরে ইসলামিক কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে প্রধান বক্তা হিসাবে মাওলানা মিজানুর রহমান আজহারীকে আমন্ত্রন জানানো হয়। আয়োজক প্রতিষ্ঠান থেকে নিশ্চিত হওয়া না গেলেও বিভিন্ন মারফত থেকে জানা গেছে প্রায় ১২ হাজার টিকেট বিক্রি হয়েছে এই ৬ কনফারেন্সকে ঘিরে।

এই কলফারেন্সে যুক্তরাজ্যে আসার জন্য ২৭ অক্টোবর কাতার বিমানবন্দর পৌছার পরই জানতে পারেন তার পূর্বের ভিসা বাতিল করা হয়েছে। এরপর বিমানবন্দর থেকেই তিনি ও আয়োজক টিভি আইওন চেষ্টা করে সমস্যা সমাধানের।

জানা গেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায় থেকে মাওলানা আজহারীর বিভিন্ন বিতর্কিত ও ধর্মীয় ঘৃণা ছড়ানো ওয়াজের বিভিন্ন ভিডিও ইংরেজী করে হোম অফিস, বিভিন্ন শহরের এমপি, মেয়র , আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন এজেন্সীর কাছে দিয়ে অভিযোগ করা হয়। ধারনা করা হচ্ছে এইসব অভিযোগের ভিত্তিতেই ভিসা বাতিল করা হয়েছে।

এদিকে গত ২ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে বব ব্ল্যাকম্যান এমপি মাওলানা আজহারী বাংলাদেশে নিষিদ্ধ ও বাংলাদেশ থেকে পলাতক দাবি করে বলেন, মাওলানা আজহারীকে যুক্তরাজ্যে ঢুকতে দিলে সহজ সরল শান্তি প্রিয় বৃহৎ মুসলিম কমিউনিটি বিভ্রান্ত হতে পারে।

সংসদে এমপির এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বুধবার তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান এমপিকে তিনি চ্যালেন্জ করে বলেন, বাংলাদেশে নিষিদ্ধ ও পলাতক এটা প্রমান করতে হবে।

এছাড়া মাওলানা আজহারী দাবি করেন, বাংলাদেশ সরকার তার শত শত ওয়াজ সফল করেছেন, অনেক মন্ত্রী ও এমপি তার ওয়াজ মাহফিলে উপস্থিত থাকতেন।

তিনি আরো বলেন, তার মালয়শিয়াতে পোষ্ট ডক্টরেট গবেষনা শেষ। ফাইনাল পেপার জমা দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন।(রানার মিডিয়া)