• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নরসিংদীতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ৩

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১
নরসিংদীতে দুই মেম্বার  প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিতে নিহত ৩

বিবিএননিউজঃ  নরসিংদী সদরের চরাঞ্চল আলোকবালী ইউপি নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সকালে আলোকবালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল ( ২০), আমীর হোসেন (৫০) ও খুশু বেগম (৫৫)।
স্থানীয় এলাকাবাসী জানান, ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী রিপন ও আবুল খায়েরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পর্যায় গুলিবিদ্ধ হয়ে রিপন মেম্বারের সমর্থক ৩ জন নিহত হন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে আরও ৩০ জন। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে।