• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কারাগার থেকে বেরিয়ে মাকে কুপিয়ে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২১
কারাগার থেকে বেরিয়ে মাকে কুপিয়ে হত্যা

বিবিএননিউজঃ  চাঁদপুরের ফরিদগঞ্জে কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে মাকে কুপিয়ে হত্যা করেছে তার মানসিক প্রতিবন্ধী পুত্র মমিন দেওয়ান (৪২)। নিহত মায়ের নাম মনোয়ারা বেগম (৬৫)। আজ সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পুলিশ জানায়, আসামি মমিন একজন মানসিক রোগী। এর আগে একটি হত্যা মামলায় তিনি জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে তিনি জামিন পান। তারপর থেকে তার মা ও ভাগনিকে মারধর করাসহ মেরে ফেলার হুমকি দিতে থাকেন।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে মমিন হঠাৎ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তিনি তার মাকে হত্যা করেন এবং বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে আটক করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

পোস্ট করার কিছুক্ষণ পরই পৌর এলাকার ভাটেরগাঁও গ্রামে তাকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করে।