বিবিএন ডেস্ক :ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯,২৯৮ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৫২,০০৯ জন, বুধবার ছিলো ৪৯,১৩৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৮৯ হাজার ৯৪৯ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯২ জন।(ওয়ানবাংলানিউজ)
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৮০ জনের । গতকাল বৃহস্পতিবার ছিলো ১১৫ জন, বুধবার ছিলো ১৭৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৩২৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯৬ লাখ ৩ হাজার ১৩৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ৯৫০ জন।