• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

ছাতকে নৌ-দূর্ঘটনায় দুই যাত্রী আহত বাল্কহেড নৌকার ৪ শ্রমিক আটক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১
ছাতকে নৌ-দূর্ঘটনায় দুই যাত্রী আহত বাল্কহেড নৌকার ৪ শ্রমিক আটক

 

বিবিএন ডেস্ক: ছাতকে নৌ-দূর্ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহরের পাবলিক খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে নোয়ারাই ঘাটে পৌছার আগে সুরমা নদীর মধ্যখানে ইঞ্জিনচালিত খেয়া নৌকায় একটি ইট বোঝাই বাল্কহেড নৌকা ধাক্কা দিলে খেয়া নৌকা থেকে কয়েকজন যাত্রী নদীতে ছিটকে পড়েন। তাদেরকে ছোট নৌকা দিয়ে উদ্ধার করা হয়েছে এবং আহত দু’জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি রাত প্রায় সাড়ে আটটায় ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ দূর্ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ হয়নি বলে জানা গেছে। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাল্কহেড নৌকার সুকানিসহ ৪ শ্রমিককে আটক করেছে। দূর্ঘটনার কবলিত দু’টি নৌকা ঘাটের মকবুল আলীর জিম্মায় রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজনও ঘটনাস্থলে দ্রুত পৌছেন। তারা কোনো যাত্রী নিখোঁজের খবর না পেয়ে ঘটনাস্থলে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে চলে যায়।