• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে আলোচিত নৌ-পুলিশের মামলায় পৌর কাউন্সিলর তাপস চৌধুরীসহ ৫ জনের জামিন লাভ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১
ছাতকে আলোচিত নৌ-পুলিশের মামলায় পৌর কাউন্সিলর তাপস চৌধুরীসহ ৫ জনের জামিন লাভ

 

বিবিএন ডেস্ক: ছাতকে আলোচিত নৌ-পুলিশের দায়েরী মামলায় ছাতক পৌরসভার প্রতিষ্ঠালগ্ন থেকে ৭নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী সহ ৫ জন আসামী জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তারা জামিন লাভ করেছেন। জামিন প্রাপ্তরা হলেন, ছাতক পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী, তরুন ব্যবসায়ী ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, তরুন ব্যবসায়ী ও উপজেলা যুবলীগ নেতা কুহিন চৌধুরী এবং ব্যবসায়ী হাজী বুলবুল আহমদ। নৌ-পুলিশের মামলায় পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দের জামিন হওয়ার সম্ভাবনায় বন্ধু-বান্ধব, স্বজন, ও শুভাকাঙ্ক্ষীসহ রাজনৈতিক ও ব্যবসায়ী সহকর্মীবৃন্দ দুপুর থেকেই সুনামগঞ্জ জেলগেটে অপেক্ষায় ছিলেন। জামিন লাভের খবর পৌঁছলে জেলগেটে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে জামিনে মুক্ত তাদের প্রিয় নেতৃবৃন্দকে বরন করে নেন। এসময় ব্যবসায়ী এখলাছ খান, এরশাদ আলী, হাজী উস্তার আলী, চাঁন মিয়া চৌধুরী, ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, আফরোজ মিয়া, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, বাবুল রায়, আনিছুর রহমান চৌধুরী সুমন, মিনহাজ তাপস, ইসতিয়াক আহমদ তানভীর, সিবিএ নেতা আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য সাদিক মিয়া, ফজলু মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, এড. আলম উদ্দিন, সহিদুল ইসলাম, আব্দুস শহিদ বাপন, মঞ্জু মিয়া, আবুল মোনায়েম, শামছু মিয়া, কামাল উদ্দিন, সাইফ উদ্দিন, আদনান মাহমুদ রনি, তানভীর চৌধুরী, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, জানে আলম, আব্দুস কুদ্দুস শিপলু, সাগর দাস, শাওন আহমদ সহ শত-শত শুভাকাঙ্ক্ষীবৃন্দ জেলগেটে উপস্থিত ছিলেন। পরে জেলগেট থেকে এক বিশাল গাড়ি বহরের মাধ্যমে তাদের ছাতকে শহরে নিয়ে আসা হয়। এর আগে গোবিন্দগঞ্জ এলাকায় আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমানের বাড়িতে অবস্থানরত মুহিবুর রহমান মানিক এমপির সাথে তারা সাক্ষাত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামিনে মুক্ত হয়ে প্যানেল মেয়র তাপস চৌধুরী জানান, নৌ-পুলিশের মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তিনি সহ ছাতকের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদদের নাম জড়ানো হয়েছে। তিনি বলেন, সত্যের জয় বিলম্বিত হলেও সু-নিশ্চিত। ঢাকায় র‌্যাব-৯ এর হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ ১ মাস ৪ দিন কারা ভোগের পর জামিনে মুক্ত হয়েছেন তারা। গত ৪ জুলাই ছাতকের চেলা নদীতে বালু শ্রমিকদের হামলায় নৌ-পুলিশের পুলিশ পরিদর্শকসহ ৫ সদস্য আহত হন। এ ঘটনায় নৌ-পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। এ মামলায় বর্তমানে ২৫ জন আসামী জামিনে মুক্ত রয়েছেন। গত সোমবার ১৩ জন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্যান্যরা সুনামগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন গ্রহণ করেছেন।