বিবিএন ডেস্ক:: পুলিশ জনগণের বন্ধু, এটা প্রমাণ করলেন ছাতক এবং দক্ষিণ সুনামগঞ্জের পুলিশ–প্রশাসন।
গতকাল ১সেপ্টেম্বর বুধবার, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই এমদাদুল হক হস্তান্তর করলেন টিএ সুলেমানের ১মাস ১৬দিন আগে হারিয়ে যাওয়া ফোন।
এসআই এমদাদ গত ৩১শে জুলাই মঙ্গলবার ফোনটি দক্ষিণ সুনামগঞ্জের দর্গাপাশা ইউনিয়ন থেকে উদ্ধার করেন।
উল্লেখ্য, গত ১৪জুলাই ছাতকের ঘিলাছড়া জামে মসজিদের ইমাম টিএ সুলেমানের ফোন এশার নামাজরত সময়ে মসজিদের ইমাম কক্ষ থেকে চুরি হয়ে যায়। তিনি ১৭জুলাই ছাতক থানায় এসআই আসাদুজ্জামানের কাছে এবিষয়ে একটি সাধারণ ডাইরি করেন। যার জিডি নং ৭৮৩।
কঙ্গো (মিশন) থেকে এএসআই সেলিমের মাধ্যমে ফোন ট্রেক করা হয়, তার দেয়া তথ্য ছাতক থানার এসআই আসাদুজ্জামান রেফার করেন দক্ষিণ সুনামগঞ্জের এসআই এমদাদুল হকের কাছে, এসআই এমদাদুল হক সে তথ্যানুযায়ী অভিযান চালিয়ে প্রাথমিক অবস্থায়ই ফোন উদ্ধার করতে সক্ষম হন দক্ষিণ সুনামগঞ্জ থানার আওতাধীন দর্গাপাশা ইউনিয়ন থেকে।
গতকাল বুধবার ফোন পেয়ে উভয় থানার এসআই এবং কঙ্গো (মিশন) অবস্থানরত এএসআই সেলিমের প্রশংসা করে ফেসবুকে কৃতজ্ঞতা পোস্ট করেন টিএ সুলেমান। তার পোস্ট হুবহু তুলে ধরা হলো—
“আলহামদুলিল্লাহ,
আমার হারিয়ে যাওয়া ফোন ১মাস ১৬দিন পর উদ্ধার হয়েছে।
ছাতক থানার এসআই আসাদুজ্জামান স্যারের আন্তরিক প্রচেষ্টায়, দঃ সুনামগঞ্জ থানার এসআই এমদাদুল হক স্যারের সহযোগিতায়, দর্গাপাশা এলাকা থেকে গতকাল ৩১আগষ্ট মঙ্গলবার ফোন উদ্ধার হয়েছে।
এবং শুরু থেকে সার্বক্ষণিক অবিরাম সহযোগিতা করেছেন সুদূর আফ্রিকার কঙ্গো (মিশন) থেকে বড়ভাই এএসআই সেলিম আহমেদ।
বন্ধুবান্ধব-সহ আরো যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মোবাইল হাতে পেয়ে যতোটা খুশি হয়েছি আল্লাহ যেন আপনাদের এর থেকে বহুগুণ খুশি রাখেন”।
টিএ সুলেমান
০১–৯–২১
ছাতক থানায় লেখিত সাধারণ ডাইরি।