• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
ছাতকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

ছাতক প্রতিনিধি:ছাতকে ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল মান্নান। জানা গেছে, সড়ক দুর্ঘটনার ঘটনায় মিনিবাস চালক আব্দুল মান্নানের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে একটি মামলায় দায়ের করা হয়েছিলো। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ বছর পূর্বে দায়েরকৃত একটি মামলায় আসামি আব্দুল মান্নান সাজা প্রদানের পর থেকেই পলাতক ছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামিকে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়ী থেকে ভোরবেলায় গ্রেফতার করা হয়। ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।