• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্যর আজ প্রথম মৃত্যুবার্ষিকী

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৪, ২০২১
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্যর আজ প্রথম মৃত্যুবার্ষিকী

বিবিএন ডেস্ক: আজ ২৫ আগষ্ট অমর্ত্যর প্রথম মৃত্যুবার্ষিকী। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের এ দিনে মাত্র ২১ বছর বয়সে মারা যায়। শোকার্ত পরিবার গড়ে তুলেছে একটি সেবামুলক প্রতিষ্ঠান অমর্ত্য ফাউন্ডেশন। দেশবিদেশের দানশীল ব্যক্তিদের সহায়তায় বাংলাদেশ জুড়েই নলকূপ স্থাপন সহ নানা কর্মযজ্ঞ চলছে অমর্ত্য ফাউন্ডেশনের। দেশের বিভিন্ন এলাকায় ছয়টি খাবার ঘরে প্রতিদিন দুই শতাধিক মানুষকে রান্না করা খাবার খেতে দেয়া হয়। আদিবাসী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠির জন্য কাজ করছে অমর্ত্য ফাউন্ডেশন। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে নির্মান করা হচ্ছে অমর্ত্য মসজিদ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমর্ত্য ফাউন্ডেশনের খাবার ঘর ছাড়াও নানান প্রতিষ্ঠানে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। শোকার্ত পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।