• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে ৮ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু,একসাথে দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৪, ২০২১
ছাতকে ৮ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু,একসাথে দাফন সম্পন্ন

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে :
ছাতকে ৮ ঘন্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। পরে স্বামী ও স্ত্রীর এক সাথে দাফন সম্পন্ন হয়েছে। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর মোকাম বাড়ি গ্রামে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দশঘর মোকাম বাড়ি গ্রামের ১১৭ বছর বয়সী সিকন্দর আলী বার্ধক্যজনিত কারণে সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরিবার কর্তার মৃত্যুতে স্ত্রীসহ সন্তানরা শোকে কাতর হয়ে পড়েন। এক পর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্বামীর লাশের পাশে বিলাপ করে কান্নারত অবস্থায় স্ত্রী আছাবি বেগম (৮৫) অজ্ঞান হয়ে পড়লে আর জ্ঞান ফিরেনি। তিনিও স্বামীর পথ ধরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওইদিন বেলা আড়াইটায় মোকাম বাড়িতে জানাযার নামাজ শেষে স্বামী-স্ত্রী দু’জনকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক রেজ্জাদ আহমদ বলেন, স্বামী সিকন্দর আলী মারা যাওয়ার আট ঘন্টার মাথায় স্ত্রী আছাবি বেগম মারা গেছেন। দু’জনের জানাযার নামাজ শেষে এক সাথে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তারা ৫ পুত্র ও ১ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।