• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পাবজি গেমে মত্ত ৪ কিশোরকে পিষে দিল ট্রেন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১
পাবজি গেমে মত্ত ৪ কিশোরকে পিষে দিল ট্রেন

 

আন্তর্জাতিক ডেস্ক:তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। ভ্রূক্ষেপ নেই সেদিকে। কিশোররা মত্ত ছিল মোবাইল স্ক্রিনে। অসতর্কতার মাশুল দিতে হল নিজেদের জীবন দিয়ে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল চার কিশোরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায়।

স্থানীয় সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেললাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা।

এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেললাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন।

কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয়তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ। নিহতরা প্রত্যেকেই চোপড়ার কোনাগাছ গ্রামের বাসিন্দা। তবে তাদের পুরো পরিচয় এখনও জানা যায়নি।