• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

করোনা আক্রান্ত এমপি আবু জাহিরকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
করোনা আক্রান্ত এমপি আবু জাহিরকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে

বিবি এন নিউজ ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় আক্রান্ত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহিরকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ ঈদগাহ মাঠ থেকে বিমান বাহিনীর এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় আনা হয়।

উল্লেখ্য, করোনার শুরু থেকে এমপি আবু জাহির হবিগঞ্জের বিভিন্ন স্থানে, ত্রাণ বিরতণ, সচেতনতামূলক সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। গত রোববার তিনি অসুস্থবোধ করলে ২৫শে অক্টোবর তার নমুনা সংগ্রহ করা হয়। ২৬শে অক্টোবর রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।(দৈনিক মানবজমিন)