সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জে কোহিনূর বেগম-এর প্রথম কাব্যগ্রন্থ ‘শ্রাবণ অনুরাগ’ -এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ পৌর মেয়রের কার্যালয়ে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র নাদের বখত’র সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম।
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, লেখক ও গবেষক অ্যাডভোকেট রনেন্দ্র কুমার তালুকদার পিংকু’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কবি সুখেন্দু সেন, কুমার সৌরভ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদ্য সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাডভোকে শাহ আলম, প্রভাষক মো. মশিউর রহমান, কবি কোজিনূর বেগমের ছোট ভাই আশরাফ হোসেন লিটন, মাসুদ আহমদ, শিক্ষক কানন বন্ধু রায় প্রমুখ। কাব্যগ্রন্থ ‘শ্রবণ অনুরাগ’ থেকে আবৃত্তি করেন রোকসানা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কাব্যগ্রন্থ ‘শ্রাবণ অনুরাগ’-এর মোড়ক উন্মোচন করেন।