• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতক নোয়ারাই পূর্ব ইউনিয়ন তালামীযের আশুরা’র তাৎপর্য শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১
ছাতক নোয়ারাই পূর্ব ইউনিয়ন তালামীযের আশুরা’র তাৎপর্য শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

বিবিএন ডেস্ক: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলার আওতাধীন নোয়ারাই পূর্ব ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার ও নবগঠিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠান অদ্য ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার, বাদ যুহর জোড়াপানি প্রতিভা কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি ছামিউর রহমান মনাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়াতুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আল-আমীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ অফিস সম্পাদক মোঃ মাহবুবুল আলম, ছাতক উত্তর উপজেলা তালামীযের সভাপতি হাফিজ শাহ জাহান, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান মুন্সি।

শাখা সহ সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আলীর কুরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি তোয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুমন, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক আখতার হোসাইন আদনান, সহ অফিস সম্পাদক আলী হোসেন তুহিন আহমদ, ওয়াসিম আলী, নয়ন হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা তালামীযের সভাপতি হাফিজ শাহ জাহান।