• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
সুনামগঞ্জ যুবলীগের উদ্যোগে শোক দিবস পালন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; ১৫   আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল।  অংশ নেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু,সবুজ কান্তি দাস,  জেবুল মিয়া,সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহ নেতৃবৃন্দ। পরে দুঃস্থ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।