• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ৯টি ডাবল এ ষ্টার ও ১টি এ ষ্টার পেয়ে জিসিইসিতে মুয়াজের অসাধারণ রেকর্ড

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১২, ২০২১
ইংল্যান্ডে ৯টি ডাবল এ ষ্টার ও ১টি এ ষ্টার পেয়ে জিসিইসিতে মুয়াজের অসাধারণ রেকর্ড

বিবিএন ডেস্ক: ব্রিটেনে জিসিইসি পরীক্ষার ফলাফল দেয়া হয়েছে ১২ আগষ্ট বৃহস্পতিবার। বরাবরের মতো ব্রিটিশ বাংলাদেশী ছেলে মেয়েরা অসাধারন ফলাফল করেছে। এরমধ্যে কমিউনিটি এক্টিভিষ্ট , সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ও সাহেদা রওশন আরা রহমানের বড় ছেলে সোয়ানলী স্কুলের ছাত্র মোয়াজ শাহ রহমান ৯টি ডাবল এ ষ্টার ও একটি এ ষ্টার নিয়ে কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে। মোয়াজ যে মার্ক পেয়েছে তা পুরো ব্রিটেনের মধ্যে মাত্র ২ শতাংশ ছাত্র এ বছর এই সাফল্য পেয়েছে।

মুয়াজের চোখ এখন ক্যাম্ব্রিজ অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দিকে। তবে মোয়াজ জানায়, সে ভবিষতে সাইবার সিকিউরিটি ইন্জিনিয়ার হতে চায়।

মুয়াজের গর্বিত মা সাহেদা রওশন আরা রহমান জানান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ছিলো ছেলের সাফল্যের চাবিকাঠি।

বাবা শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ছেলের অসাধারন ফলালফলে উচ্ছ্বসিত। তিনি বলেন, আমার ছেলে ভবিষতে একজন বড় মাপের মানুষ হয়ে বেড়ে উঠুক এটাই চাই।

মোয়াজ শাহ রহমান ২০১৯ সালে সেরা ছাত্র হিসাবে জ্যাক পিটসে ফাউন্ডেশনের স্বর্ণপদক লাভ করেছিলো।