মুয়াজের চোখ এখন ক্যাম্ব্রিজ অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দিকে। তবে মোয়াজ জানায়, সে ভবিষতে সাইবার সিকিউরিটি ইন্জিনিয়ার হতে চায়।
মুয়াজের গর্বিত মা সাহেদা রওশন আরা রহমান জানান, নিয়মিত ক্লাসে উপস্থিতি ছিলো ছেলের সাফল্যের চাবিকাঠি।
বাবা শাহ মোস্তাফিজুর রহমান বেলাল ছেলের অসাধারন ফলালফলে উচ্ছ্বসিত। তিনি বলেন, আমার ছেলে ভবিষতে একজন বড় মাপের মানুষ হয়ে বেড়ে উঠুক এটাই চাই।
মোয়াজ শাহ রহমান ২০১৯ সালে সেরা ছাত্র হিসাবে জ্যাক পিটসে ফাউন্ডেশনের স্বর্ণপদক লাভ করেছিলো।