• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন ২২ আগষ্ট

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১২, ২০২১
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন ২২ আগষ্ট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাংবাদিকদের বড় সংগঠন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় পৌরপিবপনীস্থ সংগঠনটির মিলনায়তনে দ্বিবার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মোজাম্মেল হক। এ সময় নির্বাচন কমিশনার নোয়াজ উদ্দিনসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফশিলে উল্লেখ করা হয়েছে আগামী ২২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০ টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন শেষে প্রাথমিক ও চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট। এদিন সকাল ১০ টা থেকে সাড়ে ৩টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেলে সাড়ে ৪টার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফশিলে আরও উল্লেখ করা হয়, ১৪ আগস্ট খসড়া ভোটার তালিকা এবং ১৬ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে সংগঠনটি সুনামগঞ্জে প্রতিশ্রুতিশীল মূল ধারার সাংবাদিকদের নিয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি গঠিত হয়।