• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কৈতক হাসপাতালে জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২১
কৈতক হাসপাতালে জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান

 

ছাতক প্রতিনিধি:ছাতকের কৈতক হাসপাতালে প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে এসব চিকিৎসা সরজ্ঞামাদি আনুষ্ঠনিকভাবে গ্রহন করেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন। জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে শাখার অর্থায়নে এসব চিকিৎসা সরজ্ঞামাদি প্রদান উপলক্ষে সকালে হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাউয়া উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক এড. রাজ উদ্দিন। পরিষদের সদস্য সচিব এ এস এম মিসবাউজ্জামান শিলুর পরিচালনায় অনুষ্ঠিত চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্রী, কৈতক হাসপাতালের আরএমও ডাঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আব্দুল মুকিত শহিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম সিদ্দিকী। বক্তব্য রাখেন, স্থানীয় গোলাম আযম তালুকদার নেহার, পরিষদের কোষাধ্যক্ষ জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুর রহমান আসাদ, আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, মাষ্টার জসিম উদ্দিন, লিলু মিয়া তালুকদার,ফয়জুল করিম, মুহিবুর রহমান তালুকদার টুনু, আমজদ আলী, বশির আহমদ, শাহিন তালুকদার, কদরিছ খান, এমরান আহমদ, গৌছ খান, নুর মিয়া, কবির আহমদ প্রমুখ। সভা শেষে চিকিৎসা সামগ্রী পালস অক্সিমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, ওয়েটিং চেয়ার, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ও সার্জিক্যাল মাস্ক সহ প্রায় ৪ লক্ষ টাকার চিকিৎসা সরজ্ঞামাদি কৃর্তপক্ষের হাতে তুলে দেয়া হয়।