বিবিএন ডেস্ক :ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,১৬১ জন । গতকাল রবিবার ছিলো ২৭,৪২৯ জন, শনিবার ছিলো ২৮,৬১২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৪ হাজার ২৪৩ জন।(ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৬০৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৩৭ জনের । গতকাল রবিবার ছিলো ৩৯ জন, শনিবার ছিলো ১০৩ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৩৫৭ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৭০ লাখ ৫৯ হাজার ৬৩৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৫৩৮ জন।