ছাতকে পৌর মেয়রের উদ্যোগে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন
ছাতক প্রতিনিধি: ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্ভোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকালে ম্যুরালের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন, প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এসময় সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, পৌর সচিব খান মোহাম্মদ ফারবী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, শফিকুল হক, মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, নূরেছা বেগমসহ পৌরভার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। বাস্তবায়ধীন পৌরসভা চত্ত্বর সৌন্দর্য বর্ধন প্রকল্প, প্রস্তাবিত শহরের চাঁদনী ঘাট উন্নয়ন ও অত্যাধুনিক রিভারভিউ প্রকল্প এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম বর্ধিতকরণ ও মাঠ সংলগ্ন সুরমা নদীর পাড়ে দৃষ্টিনন্দন রিভারভিউ প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। শহরের সৌন্দর্য বর্ধনে এসব প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।