• ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফ্ল্যাটে ১৮ ঘন্টা পরীমনি:সেই ডিবি কর্মকর্তা সাকলাইনের বদলি

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৭, ২০২১
ফ্ল্যাটে ১৮ ঘন্টা পরীমনি:সেই ডিবি কর্মকর্তা সাকলাইনের বদলি

 

বিবিএন ডেস্ক: যে গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘন্টা অবস্থান করেছিলেন চিত্রনায়িকা পরীমনি সেই কর্মকর্তা গোলাম সাকলায়েনকে গোয়েন্দা পুলিশ থেকে বদলি করা হয়েছে। আজ বিকালে ডিবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তাকে পিওএম পশ্চিমে বদলি করা হয়।
ঢাকা বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ আহমেদের বিরুদ্ধে পরীমনির দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলাইন। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার। রাজারবাগ অফিসার্স কলোনীর মধুমতি ভবনের ৯/সি নম্বরের সরকারি ফ্ল্যাটে তিনি থাকেন।
ওই বাসাতেই দীর্ঘ ১৮ ঘণ্টা অবস্থান করেন পরীমনি। যার একটি গণমাধ্যমে প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার জেরেই তাকে বদলি করা হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।