• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে এক নারীকে দেয়া হলো পরপর দুই ডোজ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৭, ২০২১
বালিয়াকান্দিতে এক নারীকে দেয়া হলো পরপর দুই ডোজ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক নারীকে এক সঙ্গে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। ভুলবশত এমন ঘটনা ঘটেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ওই নারীর নাম ইসমত আরা (৩১)।
শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা গ্রহীতার স্বামী নাহিদুল হক স্বপন জানান, কেন্দ্রটিতে কোন প্রকার শৃঙ্খলা ছিলো না। এক সঙ্গে অনেককে বসিয়ে টিকা দেয়া হয়েছে। সকালে তার স্ত্রী টিকা নিতে গেলে স্বাস্থ্য কর্মী তার বাম হাতে টিকা দেন। টিকা দেয়া শেষে তার টিকা দেবার স্থান অন্য হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখে।

সেসময় আরেক স্বাস্থ্যকর্মী এসে ডান হাতে টিকা দেন। এখন বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছি।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাফিন জব্বার বলেন, কেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। অনেক ভিড় হয়েছে কেন্দ্রটিতে। টিকা নেয়ার পর পুনরায় সিটে বসার কারণে এমনটি হয়েছে। টিকা নেয়া ব্যক্তিটি আমাদের পর্যবেক্ষণে রয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।

সুত্র দৈনিক মানবজমিন