• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের শাল্লার চেপটির  হাওরে নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
সুনামগঞ্জের শাল্লার চেপটির  হাওরে নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু

লতিফুর  রহমান  রাজু, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন চেপটির হাওরে নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। নিহতরা আপন চাচাতো বোন।  তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হচ্ছে চাদঁনী বেগম(১৬)। পিতা শিশু মিয়া। সাবিনা  বেগম( ১৮)  পিতা ইব্রাহিম মিয়া। তাদের বাড়ি উপজেলার  বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাদনী ও সাবিনা সহ  ৬জন   ইজ্ঞিন চালিত নৌকা নিয়ে    বাড়ি  থেকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রামে আত্মীয়ের  বাড়িতে বেড়াতে যাওয়ার পথে চেপটির হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গিয়ে দুইবোন পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। এ সময় অপর চারজন যাত্রী সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হন। খবর পেয়ে তাদের স্বজনরা হাওরে রাতভর তল্লাশী চালালে ও নিখোঁজ দুইবোনের কোন সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে হাওরে দুটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে শাল্লা থানা পুলিশ লাশ উদ্ধার করে।লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে জানান শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোঃ নুরে আলম।