লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের কাছে উপহারস্বরুপ ১০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ। চেয়ারম্যান খায়রুল হুদা চপলের পক্ষথেকে এই উপহার সিভিল সার্জন মো. শামস উদ্দিনের কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। শহরের আলফাত স্কয়ার এলাকার একটি ভবনে আয়োজিত এ কর্মসুচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল ইসলাম বজলু সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।