• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শপৎ নিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
শপৎ নিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

বিবি এন আন্তর্জাতিক নিউজঃ  শপথ গ্রহণ করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি। বৃহস্পতিবার দেশটির সময় বিকেল ৫টায় এ শপথ অনুষ্ঠান শুরু হয়। এতে যোগ  দিয়েছেন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা ও বিদেশি অতিথিরা। সবাইকে অভ্যর্থনা জানান ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।

বাংলাদেশসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এসব অতিথির মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, উপ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পদস্থ কর্মকর্তা।

বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তিন সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।