• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে অ্যাডভোকেট শফিকুল আলমের জানাজা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
সুনামগঞ্জে অ্যাডভোকেট শফিকুল আলমের জানাজা অনুষ্ঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত।

রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আইনজীবী সমিতি ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী দিয়ে মরদেহের কফিনে শ্রদ্ধা জানান সহকর্মী আইনজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মরহুমের নামাজে জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন, সিনিয়র এডভোকেট রইস উদ্দিন আহমদ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম সেপু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম, সিনিয়র আইনজীবী আলী আমজদ, চান মিয়া, মাসুক আলম, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, মল্লিক মইনুদ্দিন সোহেল, সৈয়দ শামছুল ইসলাম, সালেহ আহমদ, রুকেশ লেইস, খাইরুল কবির নোমেন,আবুল কালাম, শামছুল আবেদনী, আইনুল ইসলাম বাবলু, শেরে নূর আলী, আব্দুল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।

উল্লেখ, অ্যাডভোকেট শফিকুল আলম অ্যাডভোকেট শফিকুল আলম গত শনিবার সিলেটের একটি হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মত্যৃ বরণ করনে। তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেন।