বিবিএন ডেস্ক:ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১,৭৭২ জন। গতকাল শনিবার ছিলো ৩২,৩৬৭জন, শুক্রবার ছিলো ৩৫,৭০৭ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫১ লাখ ২১ হাজার ২৪৫ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৩১ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৬ জনের । গতকাল শনিবার ছিলো ৩৪জন, শুক্রবার ছিলো ২৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৭২১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ জন।