বিবিএন স্পোর্টস ডেস্ক: যেই শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ায় খেলাটাই ছেড়ে দিয়েছিলেন লিওনেল মেসি শনিবার সেই আরাধ্য জয়ের দেখা পেলেন মারাকানার মাঠে। ২৮ বছর পর লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জয়ী হল আর্জেন্টিনা।
সবশেষ ছয়টি আসরে ফাইনালে খেলে শিরোপা স্পর্শ করতে পারেনি আর্জেন্টিনা। খোদ লিওনেল মেসি ব্যর্থ হয়েছেন চারটি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে।
তাই আজকের জয়টি মেসিদের জন্য অন্ধের ষষ্ঠির মতো। তাও আবার জয়টা এলো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে। তাই তো শিরোপা জিতে রিও ডি জেনেইরোর মাঠে বাঁধভাঙা উল্লাসে ফেলে পড়েন মেসি-ডি মারিয়ারা।
কথায় আছে একজনের পেৌষ মাস আর অন্যজনের সর্বনাশ। ২৮ বছর পর কোপা জিতে মেসিরা যখন উল্লাসে মত্ত তখন নেইমারদের বুকফাটা কান্না। ঘরের মাসে শত্রুপক্ষকে পেয়েও কঠিন শোধ না নেওয়ার যন্ত্রণায় নেইমারদের হৃদয়ে রক্তক্ষরণ।