• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১০, ২০২১
তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:তাহিরপুরে  প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ‘করোনায় কর্মহীন পরিবারের মাঝে  প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
আজ শনিবার দুপুরে  উপজেলার  আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩৫০ পরিবারের মধ্যে  খাদ্য সহায়তা বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা রায়হান কবির ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ বিতরণ কৃত সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল,২কেজি ডাল,১লিটার সয়াবিন তৈল,১ কেজি চিনি,১ কেজি লবণ,১ প্যাকেট সেমাই, ১কেজি আটা,আধা কেজি মুড়ি,১টি গোসলের সাবান।

এ সময় বালিজুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল জহুর, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস প্রমূখ।খাদ্য সহায়তা বিতরণে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহযোগীতা করেন।