• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফাইনালের লড়াই-ই গড়ে দেবে মেসি-নেইমারের পার্থক্য

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১০, ২০২১
ফাইনালের লড়াই-ই গড়ে দেবে মেসি-নেইমারের পার্থক্য

বিবিএন স্পোর্টস ডেস্ক:ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। আর খেলাটা যদি হয় ফাইনালে তাহলে তো কথাই নাই, শিরোপার লড়াই যেন আক্ষরিক অর্থেই যুদ্ধ। মেসির জন্য তার আরও বেশি। কোপা আর বিশ্বকাপ মিলিয়ে চারটা ফাইনাল হেরেছেন এলএমটেন। সামনের বিশ্বকাপ খেলবেন, তবে বয়সকে মানদণ্ড ধরলে বলাই যায় আর্জেন্টিনা জার্সিতে ট্রফি উচিয়ে ধরার হয়তো শেষ সুযোগ মারাকানাতে। কোপার ফাইনালে ভোর ৬টায় মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট।

টুর্নামেন্টে দুই জায়ান্টের সেরা দুই খেলোয়াড় কোন সন্দেহ ছাড়াই নেইমার-মেসি। ওদের পায়ে ভর করেই কোন ঝামেলা ছাড়া ফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনা। ৪ গোলের সাথে ৫ অ্যাসিস্টে এলএমটেন ২ গোল করে নেইমারের চেয়ে এগিয়ে।
তারপরও শেষ লড়াই-ই গড়ে দেবে পার্থক্য, টুর্নামেন্ট জিতলে ট্রফি তো মিলবেই। সেরা খেলোড়ের তকমাটাও পাবে ওরাই। সাথে এগিয়ে যাবে ব্যাল ডি অর জেতার দৌড়ে।