• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২০ জুলাই মঙ্গলবার

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১০, ২০২১
যুক্তরাজ্যসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২০ জুলাই মঙ্গলবার

বিবিএন ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে ব্রিটেনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আযহা পালিত হবে ২০ জুলাই মঙ্গলবার।
গতকাল মধ্যপ্রাচ্যে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় আজ শনিবার ৩০ জিলকদ। আর রবিবার থেকে থেকে জিলহজ মাস শুরু হবে।

সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থ্যাৎ ১৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ১০ জিলহজ অর্থ্যাৎ ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যেসহ ব্রিটেন ও ইউরোপের দেশগুলিতে।
এদিকে ব্রিটেনে কভিড ১৯ জনিত কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবারো ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত রমজানের ঈদে মসজিদ সহ খোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশনেন।

বিলাত বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।