লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ;সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও লক্ষণ শ্রী ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ান( ৫৬) মঙ্গলবার ৬ জুলাই সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-রাজেউন।
তিনি করোনাভাইরাস জনিত কারণে মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে মুশাইদ রাহাত। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজনও রেখে গেছেন। তার নামাজে জানাজা ও দাফন পরে জানানো হবে।
এদিকে তার মৃত্যতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন , সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, এডভোকেট নান্টু রায়, সুবীর তালুকদার বাপটু, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, দেওয়ান ইমদাদ রেজা , শাহ আবু নাসের, রেজাউল আলম নিককু, এডভোকেট খায়রুল কবির রুমেন,এডভোকেট আজাদুল ইসলাম রতন, সিতেষ তালুকদার মঞ্জু, এডভোকেট নুরে আলম, উজ্জ্বল, এডভোকেট হাসান মাহবুব সাদী, এডভোকেট মলয় চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, ঝুটন পুরকায়স্থ, সুনামগঞ্জ সদর যুবলীগ সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগ সভাপতি দিপংকর কান্তি দে সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী ও শোক প্রকাশ করেছেন।