• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে পুলিশের হাতে দেড়ডজন মামলার এক আসামী গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৪, ২০২১
ছাতকে পুলিশের হাতে দেড়ডজন মামলার এক আসামী গ্রেফতার

 

ছাতক প্রতিনিধি:ছাতকে আবদুস সালাম (৩৫) নামের আন্ত:জেলার এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের পেপারমিল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আবদুস সালাম পৌরসভার বাঁশখলা এলাকার আরব আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, ছিনতাইসহ ১৯টি মামলা রয়েছে। এমনটি তথ্য জানিয়েছেন, ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম। তিনি বলেন, ছদ্ম বেশে পেপারমিলের মন্দিরের কাছ থেকে থাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল যোগে সে পালানোর চেষ্টা করেছিল। অভিযানে সাথে ছিলেন থানার এসআই দীপঙ্কর রায়, এএসআই মিজানুর রহমান।