• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে লকডাউনে কমিউনিটি সেন্টারে বিয়ে,৫০ হাজার জরিমানা আদায়

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২, ২০২১
ছাতকে লকডাউনে কমিউনিটি সেন্টারে বিয়ে,৫০ হাজার জরিমানা আদায়

 

ছাতক প্রতিনিধি:ছাতকে লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় সেন্টারের মালিকের থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ জহুরা কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধিকারীকে এ জরিমানা করা হয়।

সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৫০হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তাপস শীল। এসময় বর কনের পক্ষ থেকেও মুচলেকা আদায় করা হয়। এসময় থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।