• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দিরাইয়ে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ১০

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০
দিরাইয়ে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত ১০

বিবি এন নিউজ দিরাইঃ দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক-মনু মিয়ার লোকজন ও জাহির আলী-বুরহান মিয়ার লোকজনদের মাঝে এই সংঘর্ষ হয় বলে জানা গেছে।

এতে আহতরা হলেন জাহির আলী-বুরহান মিয়ার পক্ষের গুলিবিদ্ধ আব্দুল মতিনের ছেলে তরিকুল ইসলাম (২০), আলম উল্লাহর ছেলে জগলু (২৫), হারুন মিয়ার ছেলে নুর আলম (২৫), ফরুক মিয়ার ছেলে রুহুল আমিন (৩৩), সারজুল (১৮), আব্দুল ওয়াহিদের ছেলে ইকবাল মিয়া (১৮), জরিপ উল্লাহর ছেলে ফারুক মিয়া (৪০)। এরমধ্যে গুরুতর আহত তরিকুল ইসলাম ও জগলু মিয়া কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আব্দুল মালিক – মনু মিয়ার পক্ষের আহত মাহমদ আলীর ছেলে টিপু মিয়া (৩৫), ফজর আলীর ছেলে শ্যাম মিয়া (৪০), সইফুল্লার ছেলে মায়াদ (৪৫) কে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানায়ায়, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রায়বাঙ্গালী গ্রামের আব্দুল মালিক-ইউপি সদস্য মনু মিয়া ও একই গ্রামের জাহির আলী-বুরহান মিয়ার লোকজনদের মাঝে মামলা হামলার ঘটনা ঘটে আসছে।

শুক্রবার বেলা ২ টার দিকে গ্রামের মাদ্রাসার জমি ইজারা দেওয়া কে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডায় হয়, এরই জের ধরে আব্দুল মালিক-মনু মিয়ার লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া ইসলাম একজন গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়েছি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে। (সিলেট টুুুডে)