• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য বন্ধ হচ্ছে মোবাইল ফোন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৯, ২০২১
যুক্তরাজ্যে স্কুল শিক্ষার্থীদের জন্য বন্ধ হচ্ছে মোবাইল ফোন

বিবিএন ডেস্ক:তথ্য প্রযুক্তির এই যুগে বড়দের সাথে সাথে শিক্ষার্থীরারও এখন নির্ভরশীল মোবাইল ফোনের উপর। কিন্তু এই মোবাইল ফোনই নিষিদ্ধ হতে পারে যুক্তরাজ্যের শিক্ষার্থীদের জন্য। সম্প্রতি দেশটির এডুকেশন সেক্রেটারি স্কুল শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়টি জানান।

শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতেই সরকার এমন উদ্যোগ গ্রহন করতে চলেছে বলে এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উইলিয়ামশন জানিয়েছেন। বিষয়টি নিয়ে গ্যাভিন উইলিয়ামশন জানান, শ্রেনীকক্ষে শান্তি ফিরিয়ে আনতে প্রাথমিক ভাবে ছয় সপ্তাহের একটি একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মূলত মোবাইল ফোন বন্ধ রাখলে শিশুদের আচার-আচরত, শৃঙ্খলাবোধ কেমন হয়। একই সাথে বিশৃঙ্খল শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন পরিবর্তন ঘটে তা দেখতেই এমন উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

বিষয়টি নিয়ে এডুকেশন সেক্রেটারী জানান, মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের মানষিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তারা জ্ঞান অর্জন থেকে পিছিয়ে পরছেন। একই সাথে তারা পড়াশুনায় কম মনযোগী হচ্ছেন ও শেখায় আগ্রহ কমে যাচ্ছে।

অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন, প্যান্ডামিকের সময় শিশুরা বেশি মোবাইল নির্ভর হয়ে পরেছে। তার রেশ এখনও রয়েছে। তারা পড়াশুনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। মানুষিক স্বাস্থ্যের ক্ষতির কারনে শিশুদের বেড়ে ওঠার স্বাভাবিক পথে বাধা তৈরি করছে মোবাইল ফোন। তাই শিক্ষার্থীদের ফোন ব্যবহারে অভিভাবকদের আরও বেশি মনযোগী হতে হবে।

বিষয়টি নিয়ে গ্যাভিন উইলিয়ামসন জানান, শিক্ষার্থীরা গত বছর পড়াশুনায় অনেকটা পিছিয়ে পরেছে। তাই শ্রেনীকক্ষে এখন যদি তাদের পড়াশুনা বাধাগ্রস্ত হয় তাহলে তারা আরও পিছিয়ে পরবেন।

এদিকে শিক্ষা বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এডুকেশন ইউনিয়নের নেতারা। তারা বলছেন, অনেক দিন ধরেই সরকারের কাছে তাদের এই অনুরোধ ছিলো। তাই এমন উদ্যোগ গ্রহনে শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সাথ যুক্তরাজ্যে শিক্ষার্থীদের পড়াশুনার মান আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তারা।