• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

অবৈধ বালু-পাথর উত্তোলনের দায়ে জাদুকাটা নদীতে দুই নৌকাকে এক লক্ষ টাকা জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২১, ২০২১
অবৈধ বালু-পাথর উত্তোলনের দায়ে জাদুকাটা নদীতে দুই নৌকাকে এক লক্ষ টাকা জরিমানা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সোমবার বিকাল ৩ টার দিকে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত ঘেষা বৃহৎ বালু পাথর মহাল জাদুকাটা নদীর লাউড়ের গড় অংশে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা আব্দুল লতিফ তরফদার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির বলেন জাদুকাটা বালু-পাথর মহাল ১ সরকার লীজ দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়েছে।
কিন্ত কিছুলোক নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন করে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় বালু-পাথর বোঝাই দুটি নৌকাকে ৫০ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়। নৌকায় থাকা অবৈধ বালু-পাথর উত্তোলন কারী বিশ্বম্ভরপুর উপজেলার শাহাবুদ্দিন ও তাহিরপুর উপজেলার আবু সালেক কে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।