বিবিএন ডেস্ক::করোনা ভাইরাস সংক্রমণ হঠাৎ করেই উর্ধ্বগতিতে ইংল্যান্ডে। এর মধ্যে ডেলটা ভ্যারিয়েন্টেই বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। ব্রিটেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিয়াল টাইম এ্যাসিসমেন্ট অফ কমিউনিটি ট্রান্সমিশনের চালানো গবেষণায় এমন তথ্য সামনে এসেছে। খবর দি ইকোনমিক টাইমস।
রিয়াল টাইম এ্যাসিসমেন্ট অফ কমিউনিটি ট্রান্সমিশনের হয়ে কাজ করা প্রফেসর পল এলিয়ট বলেন, এ সম্পর্কে আরো জোরালো প্রমাণ উঠে এসেছে গবেষণায়। গত মে মাসের ২০ তারিখ থেকে ৭ জুন পর্যন্ত এক লাখের বেশি মানুষের ওপর চালানো পরীক্ষার পর এমন তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির পর থেকে ইংল্যন্ডে সংক্রমণ, মৃত্যুহার ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেকাংশেই কমে গিয়েছিলো। কিন্তু এপ্রিলের শেষের দিক থেকে তা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে বলে প্রতিবেদনে জানানো হয়।