লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনায় বেশ কয়েকটি ঘর বাড়ি,পুড়ে ছাইহয়ে গেছে।। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে ।
বৃহস্পতিবার রাত ১০টায় টাইলা গ্রামের বকুল মিয়ার ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে আগুনের সূত্রপাত । পরে আশপাশের অন্যান্য ঘরে ও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলার দিরাই উপজেলা ফায়ার সাভির্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান অন্তত ১০ / ১২টি ঘর ও আসবাবপত্র ও ধান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে।
দিরাই ফায়ার সার্ভিসের কর্ম কর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নদী পারাপারের কারনে পৌছতে কিছুটা বিলম্ব হলেও এসে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন। তবে ক্ষতির পরিমান কোটি টাকার উপরে।