• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে হয়রানির অভিযোগে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৮, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে হয়রানির অভিযোগে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি::দক্ষিণ সুনামগঞ্জের চিকারকান্দি গ্রামে স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে হয়রানির অভিযোগে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জস্থ পৌর বিপনীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আসামী ফজলু মিয়ার স্ত্রী সুজিনা বেগম লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০/১৫ জন লোক আহত হয়। ঘটনার দিন সংঘর্ষে কেউ মারা যাননি। কিন্তু পুর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খাঁন ও আক্কাছ খাঁন ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে স্বাভাবিক একটি মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে মামলা দায়ের করেন। তিনি আরও অভিযোগ করে বলেন, ৬০ বছরের বৃদ্ধ আব্দুল আউয়াল টিউমার অপারেশন শেষে বাড়িতে অবস্থান করছিলেন। খেলা নিয়ে সংঘর্ষের দিন বৃদ্ধ আব্দুল আউয়াল ঘটনাস্থলে ছিলেন না। তবে তিনি ঐদিন বাড়িতে স্বাভাবিক মৃত্যু বরণ করেন। এই স্বাভাবিক মৃত্যুকে হত্যাকান্ড সাজিয়ে মামলা করায় নিরপরাধ ব্যক্তিরা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে সত্য ঘটনা উদঘাটন করে ব্যবস্থা নেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সফিনা বেগম, সাজনা বেগম, মজিবুর রহমান।