• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সিদের পক্ষে পুরোপুরি নিরাপদ,জানাল ব্রিটেন

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৫, ২০২১
ফাইজারের টিকা ১২-১৫ বছর বয়সিদের পক্ষে পুরোপুরি নিরাপদ,জানাল ব্রিটেন

বিবিএন নিউজ ডেস্কঃ ১২ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ফাইজার-বায়োএনটেক-এর কোভিড টিকা নিরাপদ বলে জানাল ব্রিটেন। সে দেশের ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ামক সংস্থার প্রধান জুন রায়ান শুক্রবার (৪ জুন) বলেন, ‘‘আমরা ১২-১৫ বছর বয়স্কদের দেহে প্রয়োগ (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) করে দেখেছি, তাঁদের দেহে ফাইজারের টিকা পুরোপুরি নিরাপদ।’’

আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির বিধি এবং মান অনুযায়ী ফাইজারের টিকার পরীক্ষা হয়েছিল বলেও জানান ব্রিটিশ ওষুধ এবং স্বাস্থ্য সংক্রান্ত পণ্য নিয়ামক সংস্থার প্রধান।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট জানিয়েছিল, ফাইজারের টিকা ভারতীয় ভ্যারিয়েন্ট (বি.১.৬১৭ প্রজাতির করোনাভাইরাস) প্রতিরোধের ক্ষেত্রে বেশি উপযোগী। যাঁরা ফাইজারের টিকা নিয়েছিলেন, তাঁদের শরীরে বি.১.৬১৭ ভাইরাসকে প্রতিরোধ করার মতো যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে হয়েছে বলেও পাস্তুরের গবেষকেরা জানিয়েছিলেন।