• ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খুনি আকবরকে পালাতে সহায়তা করায় এস.আই হাসান বরখাস্ত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
খুনি আকবরকে পালাতে সহায়তা করায় এস.আই হাসান বরখাস্ত

সিলেট প্রতিনিধিঃখুনি আকবকে পালাতে সহায়তা করায়৷ এস আই হাসানকে বরখাস্ত করা হয়েছে ।     এবার বরখাস্ত হলেন এস.আই হাসান উদ্দিন। তিনি বন্দর বাজার পুলিশ ফাড়ির আরেক কর্মকর্তা ।এসআই আকবরকে পালাতে সহায়তা করায় তাকে বরখাস্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২১ অক্টোবর) বিকেেলে জানানো হয়, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ (সাময়ীক বরখাস্ত) এস.আই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি হতে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির (টু আইসি) এসআই হাসান উদ্দিনকে সাময়ীকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।