• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে ছুরিকঘাতে মা ও ছেলেকে হত্যা,ঘাতক আটক

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২, ২০২১
ইংল্যান্ডে ছুরিকঘাতে মা ও ছেলেকে হত্যা,ঘাতক আটক

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডে মা ও তার সন্তানকে খুনের অভিযোগে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতসোমবার লাউথের হাই হোলমি রোড়ে ছুরিকাঘাতে নিহত ২৬ বছর বয়সী মা বেথনি ভিনসেন্ট ও তার ৯ বছর বয়সী শিশু পুত্র ড্যারেন হ্যানসনের লাশ পাওয়ার পর ড্যানিয়েল বাউল্টনের অনুসন্ধানে নামে পুলিশ।

লিংকন শায়ার পুলিশ জানায় আটককৃত ব্যক্তি মৃতদের পূর্ব পরিচিত। তাকে হাবার্ডের একটি পাহাড় থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরো স্পষ্ট করে বলে, বাউল্টনকে হলিংটনের একটি খামার থেকে আটক করা হয়। এসময় বেশ কিছু সশস্ত্র পুলিশ উপস্থিত ছিলো।

তারপরও অভিযুক্ত ব্যক্তিকে আটকের সময় অফ ডিউটিতে থাকা এক পুলিশ অফিসার ছুরিকাঘাতে আহত হয়েছেন।

পুলিশ মা ও ছেলেকে হত্যার কারন অনুসন্ধানে ঘরে ঘরে তদন্ত শুরু করেছে। নিহতের দেহে একাদিকবার ছুরিকাঘাত করা হয়েছে বলে বিশ্বাস করে পুলিশ। হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মি: কক্স জানান এক বছর বয়সী আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সেইফ হোমে পাঠানো হয়েছে।