• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই সফর, ১৪৪৭ হিজরি

গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩০, ২০২১
গোপনে বিয়ে করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বিবিএন নিউজ ডেস্ক : তিনি দেশের কর্ণধার। কিন্তু ধারলেন না জনগনের ধার। অবশ্য করোনাকালে বেশি অতিথি আপ্যায়নের অধিকার ছিল না তাঁর। তিনি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বরিস জনসন।দীর্ঘদিন করে ইয়ে, শেষে বরিস লুকিয়ে করলেন বিয়ে !!

হ্যাঁ, টাটকা সংবাদ হলো- গতকাল শনিবার (২৯মে) মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে এক গোপনীয় অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিট অফিসের এক মুখপাত্র এ বিষয়ে মিডিয়ার সাথে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।৫৬ বছর বয়সী বরিসের এটা ৩য় বিয়ে আর ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্স এর এটা ১ম বিয়ে।

আগামী বছর বিয়ে করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অভিনন্দন নব দম্পতি

খবরে জানা গেছে, একেবারে শেষ মুহুর্তে অতিথিদের মধ্য লন্ডনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয়েছিল। এমনকি জনসনের অফিসের সিনিয়র সদস্যরাও বিয়ের পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না।লন্ডন সময় বেলা দেড়টার দিকে হঠাৎ করেই ক্যাথলিক ক্যাথেড্রালটি বন্ধ করে দেওয়া হয়। এর ৩০ মিনিট পর একটি লিমোতে করে সেখানে পৌঁছান ৩৩ বছর বয়সী ক্যারি সিমন্স। এ সময় তার পরনে ছিল লম্বা সাদা পোশাক, তবে কোনো ঘোমটা ছিল না।গত বছর এই দম্পতির একটি ছেলে হয়েছে।

সীমিত পরিসরে বিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর
বিয়ের কিছুক্ষণ পরে তোলা ছবি

এতদিন জনগন জানতো যে, আগামী বছরের মাঝামাঝিতে প্রেমিকা ক্যারি সিমন্সকেই বিয়ে করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২২ সালের ৩০ জুলাই বিয়ের দাওয়াত দিয়ে পরিবার ও বন্ধুমহলকেও কার্ড পাঠান এই যুগল। আর দেশের জনগন হিসাবে প্রধানমন্ত্রীর বিয়ের দাওয়াত খেতে না পারলেও জনগনও বিয়েটা অন্তত টিভিতে সরাসরি দেখতে বেশ উৎসুক ছিলেন।যুক্তরাজ্যে বর্তমানে কোভিড-১৯ বিধিনিষেধের কারণে বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন অতিথি অংশ নিতে পারেন।(ভয়েস অব পিপলস)