• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ১৫ লক্ষ টাকার বিভিন্ন চোরাই পণ্য আটক করেছে বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩০, ২০২১
সুনামগঞ্জ সীমান্তে ১৫ লক্ষ টাকার বিভিন্ন চোরাই পণ্য আটক করেছে বিজিবি
লতিফুর রহমান রাজু ,সুনামগঞ্জ: মাটিরাবন বিওপির টহল দল  ধর্মপাশা উপজেলাধীন  উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ৬টি ভারতীয় মহিষ আটক করে, যার আনুমানিক মূল্য ৬, লক্ষ টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৭ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১১, হাজার  ৯শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল দল ২৮ মে  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ১৫ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ২৫ হাজার,   ৫শটাকা।

নারায়নতলা বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন জাহাংগীর নগর ইউনিয়নের বর্ডার হার্ট নামক স্থান হতে ৯০ ঘনফুট ভারতীয় পাথর ও ০২ টি ট্রলি আটক করে, যার আনুমানিক মূল্য ৬, লক্ষ ১০,   হাজার ৮শ টাকা।

লাউরগড় বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক স্থান হতে ১৫০ ঘনফুট ভারতীয় পাথার, ১ টি ইজিবাইক ও ৬ টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ৮৮,হাজার টাকা।

মাটিরবান বিওপির টহল দল  ধর্মপাশা উপজেলাধীন  উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৮,হাজার টাকা।

মাটিরবান বিওপির টহল দল  ধর্মপাশা উপজেলাধীন  উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ি নামক স্থান হতে ১৩৫ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার আনুমানিক মূল্য ৪০ হাজার,৫শ টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরুঙ্গাছড়া নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৬,হাজার   ৫শটাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় মহিষ, নাসির বিড়ি, পাথর, ট্রলি, ইজিবাইক, ঠেলাগাড়ী ও সুপারি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।