বিবিএন নিউজ সিলেটঃ সিলেটে এক ঘণ্টার মধ্যে ৪ দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নগর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে ৪ দফার এ ভূমিকম্পে কেঁপে উঠে বৃহত্তর সিলেট। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি আবহাওয়া অফিস। তবে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেটের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ ও গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আসামে অনুভূত এ ভূমিকম্পের প্রভাবেই বাংলাদেশের সিলেটে পর পর ৪ বার ভূ-কম্পন অনুভূত হয়।
সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল গণমাধ্যমকে বলেন, সিলেটে ৪ দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সব ডাটা ঢাকায় পাঠিয়েছি। তারা বিষয়টি বিশ্লেষণ করে জানাবেন।
তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।