• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এতেকাফ থেকে আটক হেফাজত নেতা শাহীনুর পাশাকে রাতেই নেয়া হচ্ছে ঢাকায়

bilatbanglanews.com
প্রকাশিত মে ৭, ২০২১
এতেকাফ থেকে আটক হেফাজত নেতা শাহীনুর পাশাকে রাতেই নেয়া হচ্ছে ঢাকায়

সিলেট প্রতিনিধি:: জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত (৭ মে) রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় তাকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার একটি টিম। গ্রেফতারের পর পরই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়ছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি সূত্র।

ঢাকা থেকে আসা সিআইডির দল এসএমপির কোতোয়ালি ও বিমানবন্দর থানাপুলিশের সহযোগিতায় মাওলানা শাহীনুর পাশাকে গ্রেফতার করে। তিনি নগরীর বনকলাপাড়াস্থ আব্বাসী জামে মসজিদে গত ২০ রমজান সন্ধ্যা থেকে এতেকাফে ছিলেন।